জনতার কলম প্রতিনিধিঃ- ক্রমাগত বেড়ে চলা আর্থিক সঙ্কটের মধ্যে একের পর এক চরম সিদ্ধান্ত নিচ্ছে তালিবান সরকার। গত বছরের অগস্ট মাসে আফগানিস্তানের ক্ষমতা দখলের পরই একাধিক পরিবর্তন এনেছিল তালিবানিরা। নিরাপত্তার নামে মহিলাদের একের পর এক অধিকার কেড়ে নেওয়া শুরু হয়েছিল। এবার নারী কল্যাণ মন্ত্রকই বন্ধ করে দেওয়া হল। এবার থেকে মহিলাদের সমস্যা , অধিকারের জন্য আলাদা করে কোনও মন্ত্রক আর থাকবে না । শুধু নারী কল্যাণ কমিশনই নয় , পাশাপাশি মানবাধিকার কমিশন , নির্বাচন কমিশন , হাই কাউন্সিল ফর ন্যাশনাল বা নিরাপত্তা কাউন্সিল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায় ।
বিশ্ব
আফগানিস্থানে মহিলা কমিশন বন্ধের সিদ্ধান্ত নিল তালিবানিরা
- by janatar kalam
- 2022-05-19
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this