জনতার কলম প্রতিনিধিঃ- আফগানিস্তানে বাড়ির বাইরে গেলেই মেয়েদের বোরখা পড়া বাধ্যতামূলক আদেশ জারি করেছে তালিবান। তালিবানের এহেন ফতোয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। জানা গিয়েছে আফগানিস্তানের সর্বোচ্চ নেতা ও তালিবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা শনিবার এই আদেশ জারি করেছেন। আদেশে বলা হয়েছে, নারীদের উচিত মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত ঢেকে থাকা বোরখা পরা। বাইরে যদি জরুরি কাজ না থাকে তবে মেয়েদের বাড়িতে থাকাই ভালো। তালিবানের জারি করা এই আদেশের বিষয়ে টুইটারে প্রতিক্রিয়া জানান মালালা। তিনি লেখেন, আফগানিস্তানে সব ধরনের জনজীবন থেকে মেয়েদের নিশ্চিহ্ন করে দিতে চায় তালিবান। তারা মেয়েদের স্কুলে যেতে দিতে চায় না, কর্মস্থলে যেতে দিতে চায় না, পরিবারের পুরুষ সদস্য ছাড়া তাদের বাইরে যাওয়ারও অনুমতি নেই। তাদের মুখ ও শরীর পুরোপুরি ঢেকে রাখতে বাধ্য করা হচ্ছে। এইভাবে মেয়েদের মানবাধিকার লঙ্ঘনের জন্য তালিবানকে জবাবদিহি করতে হবে এবং তাদের জবাব চাইতে সমন্বিত পদক্ষেপ করতে বিশ্বনেতাদের আহ্বানও জানান মালালা।
বিশ্ব
আফগানিস্তানে মেয়েদের বোরখা পড়া বাধ্যতামূলক করল তালিবান
- by janatar kalam
- 2022-05-10
- 0 Comments
- Less than a minute
- 4 years ago




Leave feedback about this