জনতার কলম ওয়েবডেস্ক :- অতিরিক্ত মানবিক সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। চিঠিতে জীবদায়ী ওষুধ সহ চিকিত্সা সংক্রান্ত সরঞ্জাম পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি। নয়াদিল্লি সফররত ইউক্রেনের উপ বিদেশ মন্ত্রী এমিন জাপারোভা জেলেনস্কির লেখা ওই চিঠি বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির হাতে তুলে দিয়েছেন।শুধু মানবিক সাহায্যই নয়, রাশিয়ার আক্রমণে বিপর্যস্ত ইউক্রেনের পরিকাঠামো নতুন করে পুনর্গঠনের জন্য ভারতীয় বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসারও অনুরোধ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। দুই দেশের সম্পর্ককে আগিয়ে নিয়ে যাওয়ার নতুন সুযোগ এসেছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন জেলেনস্কি।অন্যদিকে, নয়াদিল্লি সফররত ইউক্রেনের উপ বিদেশ মন্ত্রী এমিন জাপারোভা জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর যে সমস্ত ভারতীয় মেডিক্যাল পড়ুয়া কিয়েভ ছেড়ে চলে এসেছেন তারা নিজেদের দেশে বসেই পরীক্ষা দিতে পারবেন। অর্থাত্ তাদের কোর্স সম্পূর্ণ করার জন্য ইউক্রেনে ফেরার প্রয়োজন নেই। এই সিদ্ধান্ত ইউক্রেন ফেরত কয়েক হাজার পড়ুয়ার জন্য বড় সড় স্বস্তি বলেই মনে করছেন বিদেশ মন্ত্রকের আধিকারিকরা।
বিশ্ব
ওষুধ সহ চিকিত্সা সংক্রান্ত সরঞ্জাম পাঠানোর অনুরোধ ভারতের প্রধানমন্ত্রীর নিকট জেলেনস্কির
- by janatar kalam
- 2023-04-12
- 0 Comments
- Less than a minute
- 3 years ago




Leave feedback about this