জনতার কলম ওয়েবডেস্ক :- রাজতন্ত্রের দাবিতে নেপালে র্যালি করেছে হাজার হাজার মানুষ। এসময়, রাজতন্ত্রের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। বুধবার দেশটির রাজধানী কাঠমান্ডুতে শাহ রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা পৃথ্বী নারায়ণ শাহের ভাস্কর্যের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা।এসময় তারা দেশে রাজাকেন্দ্রীক শাসনব্যবস্থা প্রচলনের জোর দাবি জানান। উল্লেখ্য, ২০০৮ সালে ক্ষমতাচ্যুত হন শাহ রাজংশের শেষ রাজা গেয়ানেন্দ্র। এরমধ্যে অবসান ঘটে দেশটির দীর্ঘদিনের রাজতন্ত্রের। তবে এখনও প্রতিবছর, পৃথ্বী নারায়ণের জন্মদিনে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ করেন সমর্থকরা। এর আগে কয়েকবার র্যালিতে সহিংসতার ঘটনাও ঘটেছে।
বিশ্ব
রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ
- by janatar kalam
- 2023-01-13
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this