2024-12-23
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

নেশা বিক্রি করার সময় যুব মোর্চার কর্মীদের হাতে ধরা পড়ে দুই ড্রাগস সাপ্লাইয়ার 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর আনাচে কানাচে ছেয়ে গেছে ড্রাগস। উঠতি বয়সী যুবরা এসব নেশায় যেমন আসক্ত হচ্ছে তেমনি অবৈধ ভাবে এসব নেশা কারবারের সঙ্গে জড়িয়ে পড়ছে। রবিবার রাজধানীর ওয়াটার সাপ্লাই রোডে সব্যসাচি ক্লাব সংলগ্ন এলাকায় নেশা বিক্রি করার সময় আটক দুই যুবক।

অভিযোগ টম টম দিয়ে এসে তারা ড্রাগস বিক্রি করার সময় ধরা পড়ে। স্থানীয় যুব মোর্চার কর্মীদের হাতে ধরা পড়ে দুই যুবক। তাদের কাছ থেকে কয়েকটি ব্রাউন সুগারের কোটা উদ্ধার হয়। পরে কলেজ টাউন আউট পোস্টে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাদের নিয়ে আসে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। শাসক দলের যুব সংগঠনের মণ্ডল সভাপতি রাজা সাহা যুবকদের কাছে আহ্বান রাখেন এসব থেকে দূরে সরে আসার জন্য এবং ক্রীড়া ক্ষেত্রে শামিল হওয়ার।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service