2025-09-11
Ramnagar, Agartala,Tripura
দেশ

নেপালে উত্তাল পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের জন্য জরুরি হেল্পলাইন চালু

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালে গত দুই দিন ধরে হিংসাত্মক বিক্ষোভ ও বাড়তে থাকা অরাজকতার পরিস্থিতিতে ভারত সরকার সেখানে থাকা ভারতীয় নাগরিকদের সাহায্যের জন্য বিশেষ জরুরি হেল্পলাইন নম্বর জারি করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জৈস্বাল জানান, ভারতীয় দূতাবাস স্থানীয় পরিস্থিতির সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনমতো সাহায্য প্রদান করছে। প্রয়োজন হলে ভারতীয় নাগরিকেরা +977-9808602881 এবং +977-9810326134 নম্বরে যোগাযোগ করতে পারবেন।

নেপালের বর্তমান সংকট শুরু হয় ৪ সেপ্টেম্বর, যখন সরকার সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আরোপ করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ‘জেন জি’ নামে যুবকরা সড়কে নেমে প্রতিবাদ শুরু করে। প্রতিবাদ দ্রুত একটি বৃহৎ আন্দোলনে পরিণত হয়, যার মূল দাবি ছিল সরকারী দুর্নীতি ও জবাবদিহিতার অভাব বন্ধ করা। এই প্রতিবাদের ফলশ্রুতিতে নেপালের প্রধানমন্ত্রী কে পি অলি সহ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন। তবে আন্দোলন এখনও থেমে নেই। আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানিয়েছে, যতক্ষণ না সরকার দুর্নীতি নির্মূল করে, ততক্ষণ তাদের প্রতিবাদ চলবে। বিক্ষোভকারীরা বেশ কয়েকটি সরকারি ভবন লক্ষ্যবস্তু করেছে এবং কাঠমান্ডু সহ অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে।

ভারত সরকার এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দেশটির নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি অব্যাহত রেখেছে। বিদেশ মন্ত্রক সতর্কতা জারি করে ভারতীয় নাগরিকদের নিরাপদ থাকার নির্দেশ দিয়েছে এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছে। ভারত সরকার আশ্বাস দিয়েছে, প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service