2024-12-22
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

ধর্ষণ কাণ্ডে দুই ভাইকে ২০ বছরের কারাবাসের নির্দেশ দিল উত্তর জেলার বিশেষ আদালত

Oplus_131072

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্ষণ কাণ্ডে দুই ভাইকে ২০ বছরের কারাবাসের নির্দেশ দিল উত্তর জেলার বিশেষ আদালত। নাবালিকা ধর্ষণের অভিযোগে দুই ভাইকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল আদালত। ঘটনাটি ঘটেছিল ২০২১ সালে ধর্মনগর থানার অন্তর্গত আনন্দবাজার এলাকায়। জানা যায় নাবালিকা স্কুল থেকে বাড়ি ফেরার পথে জল খাওয়ার জন্য এক বাড়িতে যায়।

সেখানে যাওয়ার পর বাড়ির বড় ছেলে প্রশান্ত দেবনাথ নাবালিকাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনা দেখে ফেলে ছোট ভাই পাপ্পু দেবনাথ। পরবর্তী সময় পাপ্পু দেবনাথ নাবালিকাকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করে। ফলে নাবালিকা গর্ভবতী হয়ে পড়ে এবং নাবালিকা এক সন্তানের জন্ম দেয়।

তারপর ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে নাবালিকার পরিবারের পক্ষ থেকে ধর্মনগর মহিলা থানায় মামলা দায়ের করা হয়। এই মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেন। আদালতে দীর্ঘ শুনানির পর মঙ্গলবার উত্তর জেলার বিশেষ আদালতের বিচারক অভিযুক্ত দুই ভাইকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের জেল এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল,

আইপিসি-র ৫০৬ ধারায় ১ বছরের জেল ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল এবং পকসো আইনে ২০ বছরের জেল সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৮ মাসের জেলের নির্দেশ দেন। একথা জানান সরকারি আইনজীবী সুদর্শন শর্মা।

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service