2024-12-24
Ramnagar, Agartala,Tripura
দেশ

২০২৪ লোকসভা নির্বাচনের আগে ফেরএকবার বিরোধী ঐক্য গড়ার চেষ্টায় বৈঠকে বসবে লালু নিতিশ সোনিয়া

জনতার কলম ওয়েবডেস্ক :- ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে আরও ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টায় বিরোধীরা৷ বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, খুব তাড়াতাড়ি কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব৷ পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী জানিয়েছেন, দিল্লিতে নিজের বাড়িতে সনিয়া ফিরে এলেই তারা সনিয়ার সঙ্গে বৈঠকে বসতে পারেন৷ কয়েকদিন আগেই ভোটকৌশলী প্রশান্ত কিশোর সাংবাদিকদের বলেন, ২০২৪ সালে মোদি বিরোধী ভোটকে ঐক্যবদ্ধ করে সাধারণ মানুষের মন জয় করতে একটি মুখের প্রয়োজন৷ সেই মুখ খোঁজা মুশকিল৷ তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, একাধিক আঞ্চলিক দলও যদি নিজেদের মধ্যে বৈঠক করে, তা হলেও সহজে কাজটি হবে না৷ তার পরেই তেজস্বীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ প্রশান্ত কিশোর আরও বলেছিলেন, এই ধরনের মিটিংকে কোনও ভাবেই বিরোধী রাজনৈতিক দলের ঐক্য বলে ধরে নেওয়ার কিছু নেই৷ এতে ঐক্যের পথে যাত্রাও সম্ভব নয়৷ তিনি বলেন, এখনই তিনি বিস্তারিত এ নিয়ে বিশেষ কিছু কথা বলবেন না, পরে সময় হলে কথা বলবেন৷ এর আগে নীতীশ কুমার দেখা করেছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে, তার পর তিনি দেখা করেছিলেন রাহুল গান্ধির সঙ্গেও৷ ফলে নতুন করে বিহারের সরকার বদলের পর যে রাজনৈতিক রঙেরও পরিবর্তন হচ্ছে, সেটা বলাই বাহুল্য৷

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service