2024-11-16
agartala,tripura
দেশ

গ্রেপ্তার প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়

জনতার কলম ওয়েবডেস্ক :- গ্রেপ্তার করা হলো পশ্চিম বাংলার তৃণমূলের হেভি ওয়েট নেতা তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী। ED কে অসহযুগিতার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। নাকতলার বাড়ি থেকে গ্রেপ্তার করে পার্থ চ্যাটার্জীকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে ও গ্রেপ্তার করা হয়েছে। ED সূত্রে খবর অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ২০কোটি টাকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমান স্বর্ণালংকার,২০টি দামি মোবাইল ফোন ও বিদেশী টাকা উদ্ধার করা হয়েছে। পার্থ চ্যাটার্জীকে শনিবারই আদালতে তোলা হবে। তার বাড়ি থেকেও ED বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছে। উল্লেখ্য টানা ২৭ঘন্টা জিজ্ঞাসা বাদের পর শনিবার সকাল ১০টায় গ্রেপ্তার করেছে ED। প্রাক্তন মন্ত্রীর কথা বার্তায় ED অসংলগ্নতা খুঁজে পেয়েছে। সামনেই পশ্চিম বঙ্গের পঞ্চায়েত নির্বাচন তার আগে তৃণমূল কংগ্রেসের হেভি ওয়েট নেতা গ্রেপ্তারে অস্বস্তি বেড়ে গিয়েছে দলের ভেতরে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ তার নিজস্ব সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান ED কাওকে গ্রেপ্তার করলে তার দায়ভার দল নেবেনা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service