চতুর্থ দফার লকডাউন ৩১ মে পর্যন্ত জারি থাকবে লকডাউন। রবিবার ঘোষণার পরই নতুন করে গাইডলাইনও প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে কোন কোন নিয়ম মেনে চলতে হবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে।
কী খোলা, কী বন্ধ থাকবে একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকা :
১. প্রকাশ্যে গুটখা, পান, তামাক, মদ খাওয়া নিষেধ।
২. দোকানগুলিতে একজনের থেকে অপরজনের ৬ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে। একসঙ্গে পাঁচজনের বেশি দোকানে আসতে দেওয়া যাবে না।
৩. যতটা সম্ভব বাড়ি থেকে কাজ করতে হবে।
৪. বিয়ে বা অন্য কোনও জমায়েতে সোশ্যাল ডিসট্যান্সিং থাকতে হবে। সর্বাধিক ৫০ জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না।
৫. শেষকৃত্যে ২০ জনের বেশি উপস্থিত থাকতে পারবে না। তাদের মধ্যেও সামাজিক দূরত্ব মানতে হবে।
৬. যে কোনও পাবলিক প্লেস বা কর্মস্থলে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক।
৭. রাস্তায় বা অফিসে থুতু ফেললে তা শাস্তিযোগ্য অপরাধ হবে, হবে জরিমানাও।
৮. পাবলিক প্লেসে বা যানবাহনে সোশ্যাল ডিসট্যান্স মেনে চলতে হবে।
৯. অফিস বা যে কোনও জায়গায় প্রবেশ করার সময় ও বেরনোর সময় স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা রাখতে হবে ও তাপমাত্রা মাপতে হবে।
১০. কর্মস্থল ঘন ঘন স্যানিটাইজ করতে হবে। বিশেষত দরজার হ্যান্ডেলের মত যেসব জায়গায় মানুষ স্পর্শ করে, সেগুলি পরিস্কার রাখতে হবে।
১১. অফিসে দুই কর্মীর মধ্যে যথেষ্ট দূরত্ব বজায় রাখতে হবে ও দুটি শিফটের মধ্যে তফাৎ রাখতে হবে।
Leave feedback about this