2024-12-22
Ramnagar, Agartala,Tripura
দেশ

ট্রেন পরিষেবার পরে শুরু হতে চলেছে বিমান পরিষেবা বিভিন্ন বিমান সংস্থাকে তৈরী থাকার নির্দেশ কেন্দ্রের

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে ট্রেন পরিষেবার পরে শুরু হতে চলেছে বিমান পরিষেবা । বিভিন্ন মেট্রো শহরের বিমানবন্দরগুলি ও বিমানসংস্থাগুলিকে তৈরি থাকতে বলেছে কেন্দ্র। কথা হয়েছে রাজ্যগুলির সঙ্গেও । করোনা পরবর্তী পরিস্থিতিতে যখন যাত্রীরা বিমানে চড়বেন , তখন বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে তাদের। এব্যাপারে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক একটি বিজ্ঞপ্তিও জারি করবে বলে খবর। এ নিয়ম শুধু যাত্রীরা নয় মেনে চলতে হবে বিমান সংস্থার কর্মীদের ও । তাছাড়া বিমান বন্দরে ঢোকা ও বেরোবার সময় সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি প্রতিটি বিমানবন্দরে আইসোলেশন জোন ও চিকিৎসার উপযুক্ত সরঞ্জাম রাখ হবে বলে জানা গিয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service