2024-12-22
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

দুর্ঘটনায় মৃত্যু রাজধানীর এক ব্যবসায়ী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যান সন্ত্রাস থেমে নেই আলোর উৎসবের দিনেও। দুর্ঘটনায় মৃত্যু রাজধানীর এক ব্যবসায়ী। কালী পূজার রাতে বড়মুড়া এলাকায় যান দুর্ঘটনায় মৃত্যু মহারাজগঞ্জ বাজারে এক ব্যবসায়ীর। গুরুতর ভাবে আহত হয়েছে আরও এক ব্যক্তি। মহারাজগঞ্জ বাজারের এক ব্যবসায়ী জানান মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়ায় এক আত্মীয়ের বাড়িতে যায়।

নিজেই নিজের গাড়ি চালিয়ে গিয়েছিলেন। সাথে ছিলেন উনার ভায়রা সত্যজিৎ লোধ। তেলিয়ামুড়া থেকে রাত দেড়টা নাগাদ নিজ বাড়িতে ফিরে আসার সময় বড়মুড়া এলাকায় তিনি গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছে ধাক্কা মারেন। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় নান্টু পালের। গুরুতর ভাবে আহত হয় সত্যজিৎ লোধ। শুক্রবার ভোরে মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ীরা তেলিয়ামুড়া সবজি ক্রয় করতে যাওয়ার সময় বড়মুড়া এলাকায় রাস্তার পাশে নান্টু পালকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে।

পরে সবজি ব্যবসায়ীরা নান্টু পাল ও সত্যজিৎ লোধকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা নান্টু পালকে মৃত বলে ঘোষণা করে দেন। অপরদিকে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন সত্যজিৎ লোধ। জিবি হাসপাতালে ময়না তদন্তের পর নান্টু পালের মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। ব্যবসায়ীর মৃত্যুতে শোকের ছায়া মহারাজগঞ্জ বাজারের অন্য ব্যবসায়ীদের মধ্যে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service