জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিবিআই কেম্প অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় ছয়জনকে আটক করে পুলিশ। একইসাথে চুরি যাওয়া সামগ্রী সহ ৬ জনকে গ্রেফতার করে এন সিসি থানার পুলিশ। বৃহস্পতিবার আগরতলার ক্যাপিটেল কমপ্লেক্স স্থীত এন সি সি থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসডিপিও সুব্রত বর্মন জানান এনসিসি থানার অন্তর্গত ক্যাপিটাল কমপ্লেক্স এর পুরানো সি বি আই ক্যাম্প অফিসে চুরির ঘটনা সংগঠিত হয়।
এই বিষয়ে সিবিআই অফিসের ইন্সপেক্টর এনসিসি থানায় গত ১১ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন। সাথে সাথেই মামাল নিয়ে একটি টিম গঠন করে তদন্ত শুরু করা হয়। থানার ওসি, ও অভয়নগর ফাড়ির ওসি জয়নাল হোসেন তদন্তে নেমে প্রথমে শ্যামলী বাজার এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকিদের বাগে তুলা হয়।
Leave feedback about this