জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরার জন্য গর্বের মুহূর্ত! ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা মহোদয়ের উপস্থিতিতে আজ এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং সর্বভারতীয় আয়ুর্বিজ্ঞান প্রতিষ্ঠান (AIIMS), নয়াদিল্লির মধ্যে এক গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির মাধ্যমে ত্রিপুরার বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোকে আন্তর্জাতিক মানের উৎকর্ষ কেন্দ্রে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং সুপার-স্পেশালিটি স্বাস্থ্যসেবা ক্ষেত্রকে আরও আধুনিক ও দক্ষ করে তোলাই এই চুক্তির মূল লক্ষ্য।
ত্রিপুরা সরকার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (AGMC) ও জিবি প্যান্থ হাসপাতালকে আধুনিক স্বাস্থ্যসেবার এক ‘মেডিকেল হাব’-এ রূপান্তরিত করতে বদ্ধপরিকর। সর্বাধুনিক অবকাঠামো, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং মানসম্পন্ন চিকিৎসা পরিষেবার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোকে AIIMS, নয়াদিল্লির উৎকর্ষ মডেল অনুসারে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই ঐতিহাসিক অংশীদারিত্ব ত্রিপুরার সাধারণ মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসা সুবিধা ও সেবা পৌঁছে দেওয়ার পথে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
Leave feedback about this