2025-10-30
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

টিবি নির্মূলের লক্ষ্যে রাজ্যপালের নেতৃত্বে বিশেষ উদ্যোগ, ২০০ পরিবারের পাশে ফুড সহায়তা

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরাকে টিবি মুক্ত করার লক্ষ্যে সমাজের সকল অংশের মানুষের সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু। আজ সন্ধ্যায় আগরতলার সুকান্ত অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত-নিক্ষয় মিত্র অভিযানের অংশ হিসেবে টিবি রোগীদের মধ্যে ফুড বাস্কেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানটির আয়োজন করে আগরতলা রোটারি ক্লাব এবং ন্যাশনাল হেলথ মিশন। আর্থিক সহায়তায় ছিল এনটিপিসি এবং নিপকো। রাজ্যপাল বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টিবি নির্মূলীকরণে দেশব্যাপী বিশেষ গুরুত্ব দিয়েছেন। আমাদেরও এই লক্ষ্য পূরণে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। ত্রিপুরা সরকার এই মহৎ প্রয়াসে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।”

উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল ২০০ জন টিবি রোগী পরিবারের হাতে ফুড বাস্কেট তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আগরতলা রোটারি ক্লাবের প্রেসিডেন্ট কিশলয় ঘোষ। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, নিপকোর হেড অব পাওয়ার সাপ্লাই জিতেন্দ্রলাল দাস, এনএইচএম-এর মেম্বার সেক্রেটারি ডা. নুপুর দেববর্মা এবং স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. তপন মজুমদার।

রাজ্যপাল আরও যোগ করেন, “টিবি নির্মূলের জন্য শুধু চিকিৎসা নয়, সচেতনতা, স্বাস্থ্যসেবা এবং সমাজের সক্রিয় অংশগ্রহণও সমানভাবে জরুরি। এই ধরনের উদ্যোগ রোগীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি ত্রিপুরাকে টিবি মুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলবে।”

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service