2024-12-22
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

টাকা নয় জায়গার পরিবর্তে জায়গা দেওয়ার দাবিতে অবরোধে সামিল হলো ক্ষতিগ্রস্তরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-সরকারি ক্ষতিপূরণে সন্তুষ্ট নয়। তাই রাস্তার জন্য নিজেদের কাছ থেকে নেওয়া জমির বিনিময়ে জমি দেওয়ার দাবিতে সড়ক অবরোধ। রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকার সড়ক অবরোধে সামিল হয় ক্ষতিগ্রস্তরা। তাদের বক্তব্য তারা টাকা দিয়ে কি করবে। তাদের বর্তমানে থাকার জায়গা নেই। তাই তাদের দাবি টাকা নয় জায়গার পরিবর্তে তাদেরকে জায়গা দেওয়ার।

আগরতলা শহরকে উন্নত করার কাজ চলছে দ্রুত গতিতে। বিভিন্ন জায়গায় নির্মাণ করা হচ্ছে নতুন নতুন রাস্তা। একই সাথে সরু রাস্তা গুলিকে প্রশস্ত করার কাজ চলছে। রাজধানীর বর্ডার গোল চক্কর থেকে জয়পুর যাওয়ার রাস্তাটি প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয় সরকার থেকে। কিন্তু রাস্তার দুই পাশে বাড়িঘর থাকার কারনে কিছু সমস্যা দেখা দেয়।

পরবর্তী সময় সরকার থেকে জায়গা অধিগ্রহণ করা হয়। যাদের বাড়ি ঘর রাস্তার জায়গায় পড়েছে, তাদেরকে সরকার থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়। তারপর সরকার থেকে নোটিস দেওয়া হয় জায়গা খালি করে দেওয়ার জন্য।

নির্দিষ্ট সময়ের মধ্যে জায়গা খালি করে না দেওয়ায় বৃহস্পতিবার সরকারি ভাবে উচ্ছেদ অভিযান চালানো হয়। রাস্তার জায়গায় থাকা বাড়ি ঘর ভেঙ্গে দেওয়া হয়। তারই প্রতিবাদে শুক্রবার বর্ডার গোল চক্কর এলাকায় সড়ক অবরোধে সামিল হয় ক্ষতিগ্রস্তরা। তাদের বক্তব্য জায়গার বদলে টাকা নয়, জায়গার বদলে তাদেরকে জায়গা যাতে দেওয়া হয়। প্রশাসন ক্ষতিগ্রস্তদের দাবির পড়ে কি পদক্ষেপ নেয়?

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service