জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ৯ই মার্চ রাজধানী শহর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপির নেতৃত্বাধীন জোট সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। আর জনসমাবেশকে ঐতিহাসিক রূপ দিতে ময়দানে নেমে পড়েছেন নেতা, মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে দলের শীর্ষ নেতারা। ওই দিনের জনসমাবেশের উপস্থিত থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ড।
তাছাড়া আসন্ন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ তথা এডিসির গাঁওসভা তথা ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে এই তৎপরতা আরও গতি পেয়েছে। দলের প্রদেশ কমিটি সহ স্থানীয় স্তরে তথা সাংগঠনিক মন্ডলের উদ্যোগে গৃহীত এসব কর্মসূচী ঘিরে দলীয় কর্মী তথা কার্যকর্তা এবং সমর্থকদের মধ্যে বছরভর উদ্যম লক্ষ্য করা যায়।
আর এই উক্ত জনসভাকে কেন্দ্র করে আজ প্রদেশ কার্যালয়ে ত্রিপুরা ও আসাম প্রদেশের সংগঠন মন্ত্রী শ্রী রবীন্দ্র রাজু জি এবং রাজ্যের প্রভারী ডাঃ রাজদীপ রায় মহোদয়ের উপস্থিতিতে সকল জেলা মোবিলাইজেশন ইনচার্জ, মন্ডল মোবিলাইজেশন ইনচার্জদের নিয়ে আহুত এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে পৌরহিত্য করি।
Leave feedback about this