জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নবোদয় বিদ্যালয়ে চুরি। এই বিদ্যালয়ের হাত সাফাই করতে গিয়ে গনপিটুনিতে একেবারে বেঘোরে প্রাণ হারালো ওই চোর। নাম বাবুল মিয়া। বয়স পঁয়ত্রিশ। বাড়ি মুজাফর কলোনি এলাকায়। সোমবার সকাল সাতটা নাগাদ খবর পেয়ে পুলিশ ছুটে যায় বিলোনিয়া বাঁশ পদুয়া জহর নবোদয় বিদ্যালয়ের সামনে। সেখান থেকে পুলিশ অভিযুক্ত চোরকে উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া এতে হাসপাতালে।
কর্তব্যরত চিকিৎসক বাবুল মিয়াকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা দেন। খবর পেয়ে ছুটে আসে বাবুল মিয়ার পরিবারের লোকজন। কান্নায় ভেংগে পড়েন পরিবারের লোকজন। গনপিটুনির ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে বাঁশ পদুয়া জহর নবোদয় বিদ্যালয় চত্বরে। জানা যায়, বাবুল মিয়া বিদ্যালয়ের পাচিল টপকে ভিতরে ঢুকে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায়। এই বাবুল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অপরাধসংক্রান্ত মামলা রয়েছে বিলোনিয়া থানাতে।
Leave feedback about this