জনতার কলম প্রতিনিধি :- ক্রিকেট খেলার ইতিহাসে দক্ষিণ আফ্রিকায় নজির গড়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। সেঞ্চুরিয়নে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিলেন টাইগাররা। পরের ম্যাচে হারতে হয়েছে প্রোটিয়াদের কাছে। বুধবার সেঞ্চুরিয়নে তৃতীয় ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে জিতলেই প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটি থেকে সিরিজ জেতার সুযোগ যেমন রয়েছে তেমনি ইতিহাস করার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। আর এই ইতিহাসের সামনে দাঁড়িয়ে ব্যক্তি নয়, দেশকেই প্রাধান্য দিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার শাকিব অল হাসান। তারই পরিপ্রেক্ষিতে মা ও তিন সন্তান-সহ পরিবারের একাধিক সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার পরও দেশের হয়ে খেলাকেই অগ্রাধিকার দিচ্ছেন শাকিব অল হাসান।এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম কর্তা জালাল ইউনুস জানিয়েছেন, ‘ওর পরিবার একটা বিপদের সম্মুখীন হয়েছে। মানসিকভাবে শাকিব বিধ্বস্ত। তবে তা সত্ত্বেও, খুব গুরুতর কিছু না হলে শাকিব তৃতীয় ওয়ান ডে খেলে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।’ শাকিবের এমন অবস্থায় বাংলাদেশ তারকা যা সিদ্ধান্ত নেবেন, বোর্ড তাঁর পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন ইউনুস।
খেলা
ব্যক্তি নয়, দেশকেই প্রাধান্য দিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার শাকিব অল হাসান
- by janatar kalam
- 2022-03-22
- 0 Comments
- Less than a minute
- 4 years ago




Leave feedback about this