2024-11-24
agartala,tripura
খেলা

আজ ভারত ও ওয়েস্ট ইণ্ডিজের দ্বিতীয় তথা অন্তিম টেস্ট ম্যাচ

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারত বনাম ওয়েস্ট ইণ্ডিজের মধ্যে দ্বিতীয় তথা অন্তিম টেস্ট ম্যাচটি আগামীকাল থেকে এখানের কুইন্স পার্ক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে। ২০১৮ সালে শেষবার এই ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইণ্ডিজের প্রথম শেষ টেস্ট ম্যাচটি হয়েছিল যাতে সফরকারী শ্রীলঙ্কা দল ২২২ রানের জয় পেয়েছিল। আগামীকাল থেকে শুরু হওয়া এই টেস্ট ম্যাচের ভাগ্যে কি লেখা তা আগামী পাঁচ দিনের মধ্যেই স্পষ্ট হবে। এদিকে, উইণ্ডসর পার্কে ভারতীয় দল ওয়েস্ট ইণ্ডিজকে ইনিংস ও ১৪১ রানে হারিয়ে দুই টেস্টে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে। দ্বিতীয় টেস্টে দল না হারিয়ে সিরিজ জিতে নেবে রোহিত শর্মা বাহিনী। প্রথম টেস্ট ম্যাচ জেতায় স্বাভাবিকভাবেই ভারতের মনোবল বেশ তুঙ্গে এখন। এদিকে, দ্বিতীয় টেস্টে ও: ইণ্ডিজ তাদের দলে একটা পরিবর্তন করেছিল। যতদূর খবর ভারতীয় দলেও একটা পরিবর্তন হতে পারে। পেস বোলার জয়দেব উনাদকতের বোলিং নিয়ে টিম ম্যানেজমেন্ট খুশি নয় বলেই খবর।
তার
জায়গায়
দলে স্পিনার
অলরাউণ্ডার অক্ষর প্যাটেলকে নেওয়া হবে বলেও শোনা যাচ্ছে। অক্ষর দলে ঢুকলে দল একজন ব্যাটার যেমন পাবে তেমনি একজন অভিজ্ঞ স্পিনারও। তাছাড়া রোহিত শর্মার হাতে ত্রিফলা স্পিনার থাকবে। প্রথম টেস্টে ১২ উইকেট শিকারি অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং তৃতীয় স্পিনার অক্ষর প্যাটেল। এই ত্রয়ী স্পিনার নিঃসন্দেহে দলের বোলিং গভীরতা অনেক বাড়াবে। ওয়েস্ট ইণ্ডিজের লক্ষ্য ঘরের মাটিতে টেস্ট সিরিজের পরাজয় বাঁচানো। তাই তারা সর্বশক্তি নিয়েই কুইন্স পার্কে ভারতের বিরুদ্ধে ঝাঁপাবে। এটা ভারত ও ভালো বুঝতে পারছে। তবে প্রথম টেস্টে অভিষেক ম্যাচে ১৭১ রানকারী যশস্বী জয়সওয়াল, অধিনায়ক রোহিত শর্মা (১০৩) ও বিরাট কোহলিরা (৭৬) প্রথম ইনিংসে বড় রান পাওয়ায় টিম ইণ্ডিয়া আত্মবিশ্বাসী। তবে অভিষেক ম্যাচে যশস্বী রান পেলেও ঈশান কিষান রান পায়নি। রান পায়নি শুভমন গিল। অজিঙ্কা রাহানেরা ব্যাটে তেমন সুবিধা করতে পারেনি। তাই তাদের উপর একটা চাপ তো থাকবেই। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ শুরু হবে। ও: ইণ্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতাটা অধিনায়ক রোহিত শর্মার জন্যও খুব ভাইটাল। টেস্ট চ্যাম্পিয়নশিপ অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর রোহিতের নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। তাই নেতৃত্ব টিকিয়ে রাখার প্রশ্নে ওয়েস্ট -ইণ্ডিজের বিরুদ্ধে দেশকে সিরিজ এনে দেওয়া রোহিতের এক নম্বর টার্গেট এখন। তবে অনেক দিন বাদেই ত্রিনিদাদের কুইন্স পার্কে টেস্ট হতে যাচ্ছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service