2024-11-25
agartala,tripura
খেলা

অন্যান্য বিভাগে রাজ্য দল আগামীতে আরও ভালো ফলাফল করবে : ক্রীড়ামন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
৬৬তম জাতীয় স্কুল গেমসে অংশগ্রহণকারী রাজ্যদলের পদক জয়ী ক্রীড়াবিদদের আজ সচিবালয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা জানান যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। ক্রীড়ামন্ত্রী তাদের হাতে উপহার তুলে দেন। সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী জানান, গত ৬ জুন থেকে ১৩ জুন দেশের তিনটি জায়গায় ২০২২ সালের অনূর্ধ্ব ১৯ বছর বয়সী জাতীয় স্কুল গেমস অনুষ্ঠিত হয়। এই জাতীয় গেমসে রাজ্যের স্কুল দল ১৫টি ইভেন্টে অংশগ্রহণ করে। গেমসে রাজ্য দল জুড়োতে ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক পেয়েছে। যোগাসনে ২টি রৌপ্য, ২টি ব্রোঞ্জ পদক পেয়েছে। তাছাড়াও যোগাসনে রাজ্য দল দ্বিতীয় রানার-আপের শিরোপা অর্জন করে। ক্রীড়ামন্ত্রী আশা ব্যক্ত করেন, অন্যান্য বিভাগে রাজ্য দল আগামীতে আরও ভালো ফলাফল করবে।
সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী আরও জানান, আগামী ২১ জুন রাজাব্যাপী আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হবে। ঐদিন ইাপনিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে সকাল ৭টা ১৫ মিনিটে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্যস্তরীয় মূল অনুষ্ঠানের আয়োজন করা হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী এবং দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ প্রমুখ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service