জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মূর্তি ভাঙাকে কেন্দ্র করে রানীরবাজারে সম্প্রতি কিছু বাড়িতে রাতের আঁধারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনায় বেশ কিছু গরীব পরিবার বাড়িঘর ছাড়া হয়েছে। তাদের আয় উপার্জনের পথ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। অভিযোগ দুর্বৃত্তরা লুটপাট চালিয়ে সব কিছু নিয়ে গেছে। সোমবার এই এলাকা পরিদর্শন করেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সহ সিপিএম নেতৃত্ব।
এইদিন তিনি আক্রান্ত সংখ্যালঘু পরিবারের লোকজনদের সাথে কথা বলেন। পরে তিনি জানান কৈতরা বাড়ি এলাকায় ২৫ আগস্ট একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এই ঘটনা ঘটানো হয়েছিল। ঘটনার সুত্রপাত হয়েছে একটি কালী মন্দিরের মূর্তি ভাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে। পুলিশের উপস্থিতিতে দুষ্কৃতিরা আক্রমণ করে।
একটা গণতান্ত্রিক দেশে এই ধরনের ঘটনা কাম্য নয়। ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যেরও দাবি জানান। কৈতরা বাড়ির ঘটনা প্রমান করে রাজ্যে আইনশৃঙ্খলা নেই। এদিন বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন সিপিএম নেতা রাধা চরণ দেববর্মা, রতন দাস, তপন দাস সহ অন্যরা।
Leave feedback about this