জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার ত্রিপুরার উত্তর ত্রিপুরা জেলায় এক গুরুত্বপূর্ণ সফর করেন। এই সফরের মূল লক্ষ্য ছিল রাজ্যে শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করা।
সফরের শুরুতেই রাজ্যের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায় কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়াকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এরপর শিল্প সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সফরের অংশ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী উত্তর ফুলবাড়িতে অবস্থিত আগরউড (Agarwood) কারখানা পরিদর্শন করেন। সেখানে তিনি স্থানীয় বিক্রেতা ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। আগর শিল্পের সম্ভাবনা, বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এই সময় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ত্রিপুরার প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করে টেকসই শিল্প গড়ে তোলা গেলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি সম্ভব এবং তা রাজ্যের অর্থনৈতিক অগ্রগতিতে বড় ভূমিকা নেবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের রাজ্যমন্ত্রী সন্তানা চাকমা, উত্তর ত্রিপুরার জেলাশাসক, পুলিশ সুপার, বন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, কেন্দ্রীয় মন্ত্রীর এই সফর ত্রিপুরার শিল্প উন্নয়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি জানান, সফরকালে যে উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে, তা রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।
টিংকু রায় আরও বলেন, “উত্তর ত্রিপুরার জন্য এই সফরের বিশেষ তাৎপর্য রয়েছে। এটি সম্ভাবনাময় শিল্প ক্ষেত্রগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি রাজ্যের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতিকে জোরদার করল।”
তিনি আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় মন্ত্রীর এই সফরের মাধ্যমে নতুন কৌশল ও সহযোগিতার পথ খুলবে এবং ত্রিপুরা শিল্প উদ্ভাবন ও আঞ্চলিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে।


Leave feedback about this