2025-03-04
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

আইপিএফটি’র ১৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংবিধানকে সামনে রেখে এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে গণতান্ত্রিকভাবে লড়াই চালিয়ে যাবে আইপিএফটি । মঙ্গলবার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এমনটাই জানালেন ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা বা আইপিএফটির সাধারণ সম্পাদক তথা রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। দলের ১৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে এদিন দশরথ দেব প্রেক্ষাগৃহে এক কর্মসূচীর আয়োজন করা হয়।

১৬ তম বর্ষপূর্তি উদযাপন করলো রাজ্যের জনজাতিভিত্তিক রাজনৈতিক সংগঠন ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা বা আইপিএফটি। এই উপলক্ষে মঙ্গলবার রাজধানীর দশরথ দেব প্রেক্ষাগৃহে এক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইপিএফটি দলের কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি ,মহাকুমা কমিটি সহ বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও এই কর্মসূচিতে যোগদান করেন।

দলের প্রতিষ্ঠাতা তথা পদ্মশ্রী প্রয়াত এনসি দেববর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ ।পরে দলীয় পতাকা উত্তোলন করেন আইপিএফটির সভাপতি প্রেম কুমার রিয়াং। এদিন এই কর্মসূচি প্রসঙ্গে আইপিএফটি’র সাধারণ সম্পাদক তথা রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, ২০০৯ সালের ৪ মার্চ আইপিএফটি দল প্রতিষ্ঠা হয়।

প্রতিষ্ঠা করেন প্রয়াত পদ্মশ্রী এন সি দেববর্মা। এডিসি এলাকা কে নিয়ে জনজাতিদের অস্তিত্ব রক্ষার স্বার্থে পৃথক রাজ্য গঠনের দাবিতে ২০২১ সাল পর্যন্ত এনসি দেববর্মার নেতৃত্বে সংগঠন পরিচালিত হয়ে আসছিল। এরপর প্রেম কুমার রিয়াং এর নেতৃত্বে দল পরিচালিত হয়ে আসছে ।মন্ত্রী আরো জানান, সংবিধানকে ভিত্তি করেই এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠনের একমাত্র দাবিকে সামনে রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে কর্মসূচির জারি রাখবে আইপিএফটি দল।

এদিন আইপিএফটি সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া আরো জানান মাঝে বিভিন্ন কারণে দলে সংগঠন কিছুটা দুর্বল হয়ে পড়েছিল।বর্তমানে সভাপতি প্রেম কুমার রিয়াং এর নেতৃত্বে সারা রাজ্যে দল সংগঠিত রয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service