2024-11-07
agartala,tripura
অপরাধ

জিবিতে পানীয় জলের সমস্যার সম্মুখীন চিকিৎসা করতে আসা রোগী ও তাদের পরিবার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি’র উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও , এখনো এই হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগী ও তাদের পরিবারের লোকদের পানীয় জলের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই সমস্যা কোন নতুন নয়। এর আগেও পানীয় জলের সমস্যা নিয়ে চিকিৎসা করতে আসা রোগী ও তাদের পরিবারের লোকরা তা সামনে এনেছে। হাসপাতাল সুত্রে জানা যায় এই সমস্যার চিত্র সামনে আসার পরই বন্ধ হয়ে থাকা পানীয় জলের উৎস গুলি সচল করা হলেও, ফের কয়েকদিন চলার পর তা মুখ থুবরে পড়ছে। ফের সমস্যায় পড়ছেন এরা। খোলা বাজার থেকে পানীয় জল কিনতে হচ্ছে। মঙ্গলবারও এই চিত্র সামনে আসল। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগী ও তাদের পরিবারের লোকদের খোলা বাজার থেকে পানীয় জল কিনতে হচ্ছে। হাসপাতালের মেডিসিন ওয়ার্ড ও অন্যান্য জায়গা থেকে এই চিত্র এদিন সামনে আসল। সংবাদ মাধ্যমের সামনে বিভিন্ন রোগীর পরিজনরা জানায় তাদের এই সমস্যার কথা। বাইট- ১, ২ , ৩
কিন্তু এমনটা নয় যে এই হাসপাতাল চত্বরে নেই কোন পানীয় জলের ব্যবস্থা। পানীয় জলের ব্যবস্থা থাকা সত্ত্বেও কি কারনে অধিকাংশ উৎস গুলি অকেজো হয়ে রয়েছে, এনিয়ে উঠছে বিভিন্ন মহলে প্রশ্ন। এ ক্ষেত্রে হাসপাতাল পরিচালন কর্তিপক্ষকে অন্যান্য বিষয় গুলির পাশাপাশি এ দিক গুলির ওপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছে সচেতন মহল।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service