জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গাঁজা পাচারকারীকে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা করল জেলা দায়রা আদালতের জর্জ। অনাদায় আরও ছয় মাসের কারাদন্ড ভোগ করতে হবে কয়েদিকে। প্রসঙ্গত ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি বিশালগড় থানার তৎকালীন সাব ইন্সপেক্টর রাজু ভৌমিক গাড়িতে তল্লাশি করতে গিয়ে বিশালগড় এসডি পিও চৌমুহনীতে ৭০ কেজি শুকনো গাঁজা সহ কর্নজিত দাস নামে সোনামুড়া আনন্দনগরের এক যুবককে গ্রেপ্তার করেছিল। ঘটনার সময় উপস্থিত ছিলেন বিশালগড়ের মহকুমা শাসক ও মহকুমা পুলিশ আধিকারিক। পরবর্তীকালে পুলিশ একটি স্বতঃস্ প্রণোদিত মামলা গ্রহণ করে আসামিকে আদালতে প্রেরণ করে। আদালত অভিযুক্ত কর্ণজিত দাসকে জেল হেফাজতে রেখেই ১১ জন সাক্ষ্য বাক্যেরপর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে জেলা দায়রা আদালতের বিচারপতি। নগদ টাকা অনাদায়ে আরও ছয় মাসের হাজত বাস করতে হবে আসামিকে।
অপরাধ
গাঁজা পাচারকারীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড
- by janatar kalam
- 2023-05-29
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this