জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-+নাশকতার আগুনে পুড়ে ছাই দুই বন্ধুর তৈরি করা সম্মিলিত তৈরি গাড়ির গ্যারেজ। সর্বস্বান্ত বেকার দুই যুবক। নাশকতার আগুনে পুড়ে ছাই গাড়ির গ্যারেজ। ঘটনা বুধবার গভীর রাতে গন্ডাছড়া সরমা দেবনাথ পাড়া বটগাছ চৌমুহনী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় এদিন রাত আনুমানিক দেড়টা নাগাদ কে বা কাহারা সুজন দে এবং সম্রাট সরকারের নতুন গাড়ির ওয়ার্কশপে আগুন ধরিয়ে দেয়। এই সময় গন্ডাছড়া- রইস্যাবাড়ি রাস্তা ধরে পুলিশের একটি গাড়ি যাচ্ছিল। হঠাৎ পুলিশ আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজনদের খবর দেয়। এলাকাবাসীরা ছুটে এসে ওয়ার্কসপ মালিকদের খবর দেয়। এরই মাঝে খবর দেওয়া হয় গন্ডাছড়া অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের একটা ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে এলাকাবাসীদের সহযোগিতায় অনেকটা সময় বাদে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে গাড়ির ওয়ার্কশপটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। এদিন আগুনের লেলিহান শিখা দ্রুত গতিতে যেভাবে ছড়িয়ে পড়ছিল তাতে করে পার্শ্ববর্তী দোকান সহ আশপাশ এলাকায় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা ছিল। ভাগ্যিস ভালো সঠিক সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও অগ্নিকাণ্ডের ঘটনায় গাড়ির যন্ত্রাংশ সহ প্রায় দুই লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়।
প্রসঙ্গত সুজন দে এবং সম্রাট অনেক আশা নিয়ে মাত্র ১৭ দিন আগে ওয়ার্কশপটি খুলেছিল। এরই মাঝে তাদের এত বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হয়। এতে করে গ্যারেজের মালিকরা মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এদিকে এলাকাবাসীরা দাবি তুলেছেন রাতে এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর জন্য। নতুবা আগামী দিনে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
অপরাধ
নাশকতার আগুনে সর্বস্বান্ত দুই যুবক
- by janatar kalam
- 2023-03-23
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this