2024-12-23
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ আইন খোয়াই জেলাভিত্তিক কর্মশালা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
খোয়াই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে আজ স্বপনপুরী গেস্ট হাউসের কনফারেন্স হলে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ আইন সংক্রান্ত বিষয়ক খোয়াই জেলাভিত্তিক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করে খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা বলেন, সরকার রাজ্যের সার্বিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে। স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও ভ্রূণের লিঙ্গ নির্ধারণ আইন সম্পর্কেও সমাজের সমস্ত অংশের জনগণকে সচেতন করে তুলতে তিনি সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের অতিথি খোয়াই জেলার জেলাশাসক সুভাষ চন্দ্র সাহা ভ্রূণের লিঙ্গ নির্ধারণ আইন সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে সচেতনতা বাড়াতে সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুঙ্গিয়াকামী বিএসি’র চেয়ারম্যান সুনীল দেববর্মা, জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা আধিকারিক সুজিত দাস, জেলা হাসপাতালের সুপার রাজেশ দেববর্মা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. নির্মল সরকার। কর্মশালায় রিসোর্সপার্সন তথা জেলা হাসপাতালের চিকিৎসক ডা. অমূল্য দেববর্মা, ডা. জন দেববর্মা ভ্রূণের লিঙ্গ নির্ধারণ আইন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service