2025-01-11
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

পুলিশের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টির মতো ভয়ংকর অভিযোগ উঠল এবার আমতলী থানার পুলিশের বিরুদ্ধে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুলিশের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টির মতো ভয়ংকর অভিযোগ উঠল এবার। রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ, তখন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ অনেকটাই আতঙ্কগ্রস্ত। কোন ধরনের কারণ ছাড়াই আচমকা রাতের আঁধারে নিরীহ মানুষের বাড়ি ঘরে প্রবেশ করে লাঠিচার্জের অভিযোগ উঠল আমতলী থানার পুলিশের বিরুদ্ধে। ঘটনা সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আই সি নগর পঞ্চায়েতের বিদ্যাসাগর পল্লীর বি ব্লক এলাকায়। শুক্রবার মধ্যরাতে আমতলী থানার ওসির নেতৃত্বে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা আচমকা এলাকায় ছুটে গিয়ে বাড়ি ঘরে প্রবেশ করে নিরীহ মানুষদের উপর লাঠিচার্জ চালায়। এতে করে বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশের এই ঘটনায় মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা। পরে ক্ষুব্ধ জনতা আমতলী থানায় ছুটে গিয়ে থানা ঘেরাও করে। এই ঘটনার খবর পেয়ে, ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বেশ কিছু সময় স্থানীয়দের বিক্ষোভ চলার পর পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ঘর মুখী হয় জনতা। এই ঘটনাটিকে ঘিরে গোটা এলাকায় এখনো বিরাজ করছে চাপা উত্তেজনা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service