2025-02-24
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

কর ফাঁকির ২০ লক্ষ টাকার মোবাইল আটক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০ লক্ষ ৯০ হাজার টাকার মোবাইল আটক করেছে নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকরা।অভিযোগ কর ফাঁকি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল মোবাইলগুলি |বিশ্রামগঞ্জ তক্সাপাড়া নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকদের হাতে আটক ২০ লক্ষ ৯০ হাজার টাকার মোবাইল । আগরতলা থেকে সোনামুড়া যাওয়ার পথে একটি গাড়ীতে বিশ্রামগঞ্জ তক্সাপাড়া নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকরা তল্লাশি চালায়। জানা যায় গাড়িতে ২০ লক্ষ ৯০ হাজার টাকার মোবাইল রয়েছে যা সম্পূর্ণ কর ফাঁকি দিয়ে অবৈধভাবে সোনামুড়া নিয়ে যাচ্ছিল মালিক জামাল মিয়া। কোনরকম কাগজপত্র দেখাতে পারেনি গাড়িতে থাকা চালক সহ অন্যান্যরা। আটক সমস্ত মোবাইল সহ গাড়িটিকে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা শাসক অফিসে। এ নিয়ে রিটার্নিং অফিসার বিনয় ভূষণ দাস জানান, প্রায় সাত লক্ষ টাকার উপরে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে সোনামুড়া নিয়ে যাওয়া হচ্ছিল মোবাইল গুলি। আশ্চর্যের বিষয় হল আগরতলা থেকে বিশ্রামগঞ্জ পর্যন্ত সাতটি নাকা পয়েন্ট রয়েছে সেগুলি কিভাবে পাড় করে এসেছে এনিয়ে দেখা দিয়েছে প্রশাসনে দায়িত্বে থাকা কর্মীদের উপর সন্দেহের বাতাবরণ। অবশেষে বিশ্রামগঞ্জে বিশালগড় মহকুমা শাসকের অধীন দায়িত্বে থাকা নির্বাচনের আধিকারিকদের হাতে আটক হয় ২০ লক্ষ ৯০ হাজার টাকা মোবাইল। বিস্তারিত জানিয়েছেন বিশালগড় মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার বিনয় বিষণ দাস।এদিনের ঘটনায় স্পষ্ট যে এইভাবে দিনের পর দিন কর ফাঁকি দিয়ে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী কালোবাজারি করে যাচ্ছে। প্রশাসন তৎপর থাকলে আগেও এ ধরনের ঘটনার জনসমক্ষে চলে আসতো।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service