জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মাঝে আর মাত্র কয়েকদিন বাকি। এরপরই রাজ্যে অনুষ্ঠিত হবে গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব ভোট। আর এই ভোটের প্রাক মুহূর্তে দুষ্কৃতিকারীদের লাগানো আগুনে পুড়লো এবার বিরোধী দলের কর্মীর বাড়ি গাড়ি। ঘটনা মঙ্গলবার গভীর রাতে আমতলী থানাধীন অশ্বিনী মার্কেট সংলগ্ন ঈশান চন্দ্রনগর এলাকায়। এদিন মাঝরাতে দুষ্কৃতিকারীরা এলাকার বামসমর্থক অরিজিৎ বিশ্বাসের গাড়ি ও বাড়িতে আগুন দেয়। এতে একটি গাড়ি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় অপর আরেকটি গাড়ি অল্পেতে রক্ষা পেল। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি। এদিকে বাম কর্মীর গাড়ি ও বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে বুধবার সাত সকালে ঘটনাস্থলে ছুটে যায় এই কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী সুশান্ত । ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক অরিজিৎ বিশ্বাস জানান, কে বা কারা এই ঘটনা সংঘটিত করেছে তা জানা না গেলেও তিনি একজন বামপন্থী কর্মী। তাই রাজনৈতিক আক্রোশমূলক কারণেই এই ঘটনা হওয়ার আশঙ্কা করছেন তিনি।
অপরাধ
দুষ্কৃতিকারীদের লাগানো আগুনে পুড়লো এবার বিরোধী দলের কর্মীর বাড়ি গাড়ি
- by janatar kalam
- 2023-02-01
- 0 Comments
- Less than a minute
- 3 years ago




Leave feedback about this