2025-01-12
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

নেশাসক্ত পুত্র এবংপুত্রবধূর মারে হাত ভেঙ্গে হাসপাতালে ভর্তি বৃদ্ধা

জনতার কলম ত্রিপুরা বিশালগড় প্রতিনিধি :- নিজের ঔরসজাত পুত্র ও পুত্রবধুর মারে হাত ভেঙ্গে গেল বৃদ্ধা মহিলার। ঘটনা বিবরনে জানা যায় বেশ কয়েকদিন ধরে পুত্র ও পুত্রবধূ মিলে ওই অসুস্থ বৃদ্ধাকে মারধর করে আসছিল। বৃহস্পতিবার সকালে গীতা রানীর কপালে নেমে আসে চরম অত্যাচার ও মারধর। এদিন সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে পুত্র সঞ্জয় দাস ও তার স্ত্রী মিলে বেধড়কভাবে মারধর শুরু করে। গুরুতর মারে আহত হয়ে পড়েন জন্মদাতা মা। পরবর্তী সময়ে পার্শ্ববর্তী লোকেরা দেখতে পেয়ে আহত মহিলাকে উদ্ধার করে মহাকুমা হাসপাতালে নিয়ে আসে। জানা যায় জাঙ্গালিয়া রবীন্দ্রনাথ কলোনী এলাকায় বাসিন্দা গীতা রানী দাসের ছেলে জয়ন্ত দাস বিয়ে করার পর বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েন। ঘটনায় আক্রান্ত মহিলা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তার পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা করা হয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service