2025-02-25
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

ইচ্ছে করলে পুলিশ কি না পারে ১২ তারিখ চুরি ১৪ তারিখ গ্রেফতার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একেই বলে পুলিশি তৎপরতা। ১২তারিখ চুরি হওয়া ব্যাটারি পূর্ব থানার পুলিশ উদ্ধার করেছে ১৪ তারিখ। সঙ্গে দাগি দুই চোর সাতটি ব্যাটারি কম্পিউটারের ইউপিএস চোরের গ্যাং এর ব্যবহারকৃত গাড়ি পূর্ব থানায় নিয়ে আসে পুলিশ। উল্লেখ্য ১২ ডিসেম্বর ধলেশ্বরের বিজয় কুমার বণিক নামে জনৈক অটোচালক পূর্ব থানায় একটি কমপ্লিন করেছিল তার গাড়ির চারটি ব্যাটারি চুরি হয়েছে বলে। সঙ্গে সঙ্গেই ঘটনার তদন্তে নেমেছে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে পুলিশের একটি টিম। বুধবার পুলিশ দুই কুখ্যাত চোরকে গ্রেপ্তার করে চোর চক্রের পুরো গ্যাং এর নাম উদ্ধার করতে সক্ষম হয়। এদিন সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস সাংবাদিকদের জানান, খুব শীঘ্রই পুলিশ পুরো গ্যাংটিকে পাকড়াও করতে সক্ষম হবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service