জনতার কলম ত্রিপুরা বক্সনগর প্রতিনিধি :- গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার দিনভর কলমচৌড়া থানার পুলিশ ও বিএসএফ এবং বনদপ্তর কর্মীরা কলমচৌড়া থানাধীন দক্ষিণ কলমচৌড়ায় গাঁজা বিরোধী অভিযানে নেমে একাধিক জায়গায় ১৫ টি গাঁজা বাগান ধ্বংস করে। নেতৃত্ব ছিলেন কলমচৌড়া থানার ওসি প্রশান্ত কুমার দে,ও ১৫০ নং ব্যাটালিয়ান বিএসএফ কোম্পানি কমান্ডার অশোক মধুয়াল যোগেন্দ্র যাদব ,সহ বিশাল বিএসএফ ও পুলিশ এবং বক্সনগর বনদপ্তর কর্মীরা। অভিযানে নেমে পুলিশ ও বিএসএফ ১লক্ষ ২০ হাজার অবৈধ গাঁজা গাছ ধ্বংস করেছে, যার বাজার মূল্য প্রায় ১ কোটি২০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে,কলমচৌড়া থানার ওসি প্রশান্ত কুমার দে।
অপরাধ
পুলিশ ও বিএসএফের যৌথ উদ্যোগে গাজা বাগান ধ্বংস
- by janatar kalam
- 2022-12-13
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this