2025-02-07
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

ভাড়া বাড়িতে উপজাতি যুবতীর রহস্য মৃত্যুতে চাঞ্চল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভাড়া বাড়িতে রহস্যজনক মৃত্যু উপজাতি যুবতীর।সংবাদে প্রকাশ গত এক বছর ধরে কৃষ্ণনগর পদ্ম পুকুর পারস্থিত সীতারানী পালের বাড়িতে ভাড়া রয়েছে পারমিতা দেববর্মা নামে 20 বছরের এক যুবতী। শুক্রবার অনেক বেলা হয়ে গেলেও যুবতী ঘুম থেকে না উঠায় সন্দেহ জাগে বাড়ির মালিকের। ঘরের দরজায় ডাকাডাকি করার পর মালিক কোন সাড়া না পেয়ে খবর পাঠায় তার বিশ্রামগঞ্জস্থিত বাড়িতে। বাড়ির লোকজন ছুটে এসে ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় ঝুলন্ত মৃতদেহ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মৃতার বাবা জানায় বিশ্রামগঞ্জে মেয়েটির দুশমন রয়েছে। এক বছর আগে ওইখানকার একটি ছেলের নামে রেপ কেইস দেওয়া হয়েছিল। মেয়েটার বাবার সন্দেহ হয়তো পুরানো শত্রুরাই এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।ঘটনাস্থলে পৌঁছেছে পশ্চিম মহিলা থানা পুলিশ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service