2025-01-13
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

দুর্ঘটনায় মৃত্যু চাকরীচ্যুত ১০৩২৩ শিক্ষকের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পথ দূর্ঘটনায় মৃত্যু হল ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষক পরিতোষ নাথের। ঘটনা শুক্রবার সন্ধ্যায় উত্তর জেলার পানিসাগর মহকুমার দেওছড়া এলাকায়। জানাযায় এদিন সন্ধ্যা নাগাদ পরিতোষ নাথ দেওছড়া নিজ বাড়ি থেকে তিলথৈ বাজারে যাওয়ার সময় রাস্তায় দ্রুত গতিতে আশা একটি বাইক তাকে পেছন দিক থেকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে সে আহত হয় বাইক আরোহীরাও। স্থানীয় মানুষ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদিকে পরিতোষ নাথের অবস্থা বেগতিক দেখে তাকে রেফার করা হয় শিলচরে |শিলচর নেওয়ার আগেই ধর্মনগর জেলা হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। শনিবার তার মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।জানা যায় মৃত শিক্ষকের স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service