জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্কুল চলাকালীন সময়ে শিক্ষকের মারে আহত পড়ুয়া। সম্প্রতি গান্ধীগ্রাম এলাকায় শিক্ষকের মারে এক স্কুল ছাত্রী আহত হওয়ার ঘটনার রেশ কেটে না উঠতেই, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো রাজধানী আগরতলার উমাকান্ত ইংলিশ মিডিয়ামে। এবার শিক্ষকের মারে আহত হয়ে চিকিৎসার জন্য বহির রাজ্যে ছুটতে হল অনুরাগ রায় নামে দশম শ্রেণীর এক ছাত্রকে। রাজ্যের বনেদি স্কুলের এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে চাঞ্চল্য দেখা দেয়। একই সাথে উঠতে শুরু করেছে নানা প্রশ্নও। সম্প্রতি স্কুল চলাকালীন সময়েই স্কুলের জনৈক শিক্ষকের মারে গুরুতর আহত হন অনুরাগ। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বহির রাজ্যে নিয়ে যায় তার পরিবারের লোকজন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং সঠিক তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রতিনিয়তই সোচ্চার হচ্ছেন বিভিন্ন সংগঠন। খানিকটা দেরি হলেও বিষয়টি নিয়ে ময়দানে নামল এসএফআই। বৃহস্পতিবার সংগঠনের সদর বিভাগীয় কমিটির সম্পাদক অভিজিৎ দেবের নেতৃত্বে এক প্রতিনিধিদল উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষকের সাথে মিলিত হয়ে ঘটনার সঠিক তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সাথে তারা দাবী জানান স্কুলের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার।
অপরাধ
স্কুল চলাকালীন সময়ে শিক্ষকের মারে আহত পড়ুয়া,তীব্র নিন্দা এসএফআইয়ের
- by janatar kalam
- 2022-11-17
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this