2025-01-11
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

বিলোনিয়ায় দূর্বৃত্তদের হানায় আহত এক ব্যক্তি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত কমলেশ বিশ্বাস নামে এক ব্যবসায়ী।ঘটনার সূত্রপাত রাজনগর বিধানসভার বড়পাথরী এলাকায় ছাত্র-যুবকদের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরকে কেন্দ্র করে। অগ্নিসংযোগ, ভাঙচুর এবং উত্তেজনা বিরাজ করছিল সারাদিন।সিপিআইএম শহরাঞ্চল কমিটির উদ্যোগে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছিল এক পদযাত্রা। এ নিয়ে টানটান উত্তেজনা চলছিল আর্য কলোনি এলাকায়। রাত ন’টা বাজতেই একদল দুর্বৃত্ত শহরজুড়ে তাণ্ডব চালায়।এরপরই চড়াও হয়েছে কমলেশ বিশ্বাস নামে স্থানীয় এক ব্যবসায়ীর উপর। দোকান বন্ধ করার সময় দুর্বৃত্তরা কমলেশ বিশ্বাসের সারা শরীরে ছুরিকাঘাত করে তাকে ক্ষতবিক্ষত করেছে। বর্তমানে সে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service