2025-01-12
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

বিভিন্ন রাজ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে জাল নোট মহারাষ্ট্রে বাজেয়াপ্ত করা হয়েছে আট কোটি জাল নোট গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি ৮ কোটি জাল নোট বাজেয়াপ্ত করল মহারাষ্ট্রের থানে ক্রাইম ব্রাঞ্চের ইউনিট নম্বর ৫। বাজেয়াপ্ত করা নকল টাকাগুলি ছিল ২০০০ টাকার নোট। ঘটনায় এখন পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে, তারা পালঘরের বাসিন্দা। চক্রে আর কারা কারা রয়েছে? খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সেপ্টেম্বর মাসে প্রকাশ্যে এসেছে কেন্দ্রের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট। আর সেই রিপোর্ট অনুযায়ী, গত বছর দেশের বাকি রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গে সব থেকে বেশি জাল নোট এবং ব্যাঙ্ক জালিয়াতি সংক্রান্ত অপরাধের অভিযোগ নথিভুক্ত হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে গত বছর জাল নোট এবং ব্যাঙ্ক জালিয়াতি সংক্রান্ত মোট ৮২টি অভিযোগ সামনে উঠে এসেছিল। পশ্চিমবঙ্গের পরই এই তালিকায় নাম রয়েছে অসমের। অসমে ৭৫টি অভিযোগ নথিভুক্ত হয়েছিল। তালিকায় তিন নম্বরে রয়েছে তামিলনাড়ু। অভিযোগের সংখ্যা ৬২। এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্র, রাজস্থান এবং উত্তরপ্রদেশও এই তালিকার উপরের দিকেই জায়গা করে নিয়েছে। ২০২১ সালে ভারতে মোট ৬৮৮টি জাল নোট এবং ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ নথিভুক্ত রয়েছে। প্রায় ২০ কোটির টাকার উপরে জাল নোট বাজেয়াপ্তও হয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service