2025-02-25
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

জুয়ার আসরে পুলিশের হানা পালিয়ে যায় জোয়াড়ী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কালী পুজো উপলক্ষে থানা থেকে পারমিশন নিয়ে আনন্দমেলার নাম করে জুয়ার আসর বসিয়েছে একটি সামাজিক সংস্থা |জিবি এলাকার ৭৯ টিলাস্থিত মেমোরিয়াল ক্লাব এন্ড প্লে সেন্টারে আনন্দমেলায় রাত্রিতে চলছে জুয়ার আসর । আর সে আসরে জিবি আউটপোস্টের পুলিশ হানা দিয়ে উদ্ধার জোয়ার সামগ্রী । গ্রেফতার করতে পারেনি জোয়াড়ী কাউকে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service