2025-02-25
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

চলছে গ্রেজুয়েট টিচারদের স্কুটিনি এক তারিখ হবে আন্ডার গ্রেজ্যুয়েট টিচারদের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিক্ষা দপ্তরের গেজুয়েট টিচারের অফার প্রাপকদের স্কুটিনির কাজ চলছে রবীন্দ্র শতবার্ষিক ভবনে। সারা ত্রিপুরা রাজ্যের প্রায় বারোশো অফার প্রাপকের স্কুটিনির কাজ করছে টিচার রিক্রুটমেন্ট বোর্ড , জানালেন চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দে। সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়েছে কাগজপত্র স্কুটিনির কাজ। শুক্রবার ও শনিবার চলবে গ্রেজুয়েট টিচারদের স্কুটিনির কাজ। আগামী মাসের ১ তারিখে অনুষ্ঠিত হবে আন্ডার গ্রেজ্যুয়েট টিচারদের স্কুটিনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service