2025-01-12
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

একই শাড়িতে প্রেমিক যুগলের নিথর দেহ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফাঁসিতে আত্মহত্যা করলো প্রেমিক যুগল। ঘটনা মহেষখলার নেপালি টিলায়। কি কারনে এ পথ বেঁচে নিয়েছে যুগল ? কারন অজানা। এ সময় বুঝে না ভালো মন্দের পার্থক্য। ঝুঁকের বশে যা খুশি তাই করতে চায় মন। ১৮ বয়স যখন। কি বলবেন নিয়তি ? না বয়সের দুরন্তপনা। একই সঙ্গে একই ঘরে রহস্যময় কারনে ফাঁসিতে আত্মহত্যা করলো এক প্রেমিক যুগল। ছেলেটির বয়স মাত্র ১৮ পড়েছে। মেয়েটি তার থেকেও কম। আত্মঘাতী হওয়া সুমনের বাবা রঞ্জিত পেশায় রিকশা চালক। সুমন সূত্রধর দোকান কর্মচারী।আগরতলার মহেষখলার নেপালি টিলায় তারা সদ্যই গড়েছে নুতন বাড়ি। বেশ কয়েক বছর যাবৎই উদয়পুরের বীনা সূত্রধরের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে সুমন। একথা জানা ছিল সুমনের অভিভাবকদেরও। বিয়ের জন্য ছেলের কাছে কিছুটা সময় চেয়েছিল বাবা। এরই মধ্যে এই দুর্ঘটনা।
রবির সকালের এই মর্মান্তিক ঘটনার খবর ছাড়িয়ে পড়তেই শোকের আবহ তৈরী হয় এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে যুগল প্রেমিকের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় হাসপাতালে। কান্না রোলে আকাশ ভারী হয়েছে মহেষখলার। ছেলে হারা মা’র চিৎকার, কি করলিরে তুই ? বাবা রঞ্জিত শোকে পাথর ! কেন যুগল ঘটালো এই কান্ড ? উত্তর খুঁজে পাচ্ছেনা কেউই। অনেকেই বলছেন বয়সই বড় বালাই।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service