জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :-রাস্তার পাশে খালি জায়গা থেকে উদ্ধার হয় এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ । ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়ার লালটিলা এলাকায় পল্লিমঙ্গল ক্লাব সংলগ্ন তেলিয়ামুড়া-খোয়াই সড়কে । জানা গেছে, রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারকৃত মৃত ব্যক্তির নাম স্বপন কুমার রায় বয়স৩৮বছর । বাড়ি তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া এলাকায় । পেশায় সে একজন রাজমিস্ত্রি । । ঘটনার বিবরণে প্রকাশ, শনিবার গভীর রাত আনুমানিক ১২ টা ৪০ মিনিট নাগাদ হঠাৎ স্থানীয় এলাকাবাসী দেখতে পায় মোহরছড়ার লালটিলার পল্লীমঙ্গল ক্লাব সংলগ্ন এলাকায় রাস্তার পাশে তেলিয়ামুড়া-খোয়াই সড়কে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে । সঙ্গে সঙ্গেই শুরু হয় চিৎকার চেঁচামেচি । খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় । ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ছুটে যায় তেলিয়ামুড়া থানার কর্তব্যরত পুলিশ । পরবর্তীতে গভীর রাতেই রাস্তায় উদ্ধারকৃত স্বপন রায়ের রক্তাক্ত মৃত দেহটিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসে । তবে মৃত ব্যক্তির পরিবারের লোকজনদের অভিযোগ স্বপনকে হত্যা করা হয়েছে । যদিও এই ব্যক্তির মাথায় অনেকাংশ আঘাতের চিহ্ন রয়েছে । যার দরুন মৃত ব্যক্তির পরিবারের তরফ থেকে তেলিয়ামুড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হবে বলেও প্রাথমিক ভাবে জানা গেছে । এই দিকে রবিবার দুপুর নাগাদ মৃতদেহটি ময়না তদন্তের পরে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় ।
অপরাধ
রাস্তার পাশ থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক ধোঁয়াশা সৃষ্টি
- by janatar kalam
- 2022-09-18
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this