2025-02-24
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতিকারীদের হাতে রক্তাক্ত যুবক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার সাত সকালে প্রকাশ্যে দিবালোকে রক্তাক্ত হলেন এক বাম যুবকর্মী। ঘটনা রাজধানী আগরতলা দক্ষিণ জয়নগর এলাকায়। বাম কর্মী সুখেন ঘোষ এদিন সকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী তার উপর সশস্ত্র আক্রমণ চালায়। এতে গুরুতর আহত হয় সে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় আইজিএম হাসপাতালে। কিন্তু তার আঘাত গুরুতর হয় সঙ্গে সঙ্গে তাকে হস্তান্তর করা হয় জিবিতে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। অভিযোগ বিরোধী দলের সমর্থক হওয়ায় তার উপরি আক্রমণ। দলের যুবকর্মীর উপর আক্রমণের খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে ছাত্রনেতা শ্রীদেব অভিযোগ করে বলেন, রাজ্যে গণতন্ত্র একদম নেই। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ আক্রান্ত। মানুষ গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারছে না। এভাবে আক্রমণ করে মানুষকে দাবিয়ে রাখতে পারবে না।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service