2025-02-24
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত শাসক নেতা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-মাতারবাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে উদয়পুর ব্রাহ্মাবারি এলাকায় কিছু দুষ্কৃতিকারী নিতাই সরকার নামে এক ব্যক্তির উপর আচমকা আক্রমণ চালায়। আক্রান্ত ব্যক্তির অভিযোগ বি এম এস নেতা গৌতম দাসের নেতৃত্বে নাকি তার ওপর আক্রমণ চালানো হয়।তিনি আরো জানান যারা আক্রমণ করেছে তারা নাকি বারবার একটি কথা বলেছে নিতাই নাকি সিপি আই এমের কর্মীদের ওপর আক্রমণ চালিয়েছে।তার জন্যই নাকি তার উপর আক্রমণ করা হয়। আক্রমণকারীদের হাত থেকে কোনক্রমে প্রাণ বাঁচিয়ে নিতাই সরাসরি চলে যায় থানায়। পরবর্তী সময়ে পুলিশ তাকে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।। নিতাই সরকার জানিয়েছে তাদের বিরুদ্ধে নাম ধাম দিয়ে থানায় মামলা করা হবে এবং সে একজন শাসক দলের স্থানীয় নেতৃত্ব।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service