2025-10-03
Ramnagar, Agartala,Tripura
অপরাধ দেশ

সন্দেহভাজন বিদেশিদের নাগরিকত্ব প্রমাণে ১০ দিনের সময়, না হলে নির্বাসন: হিমন্ত বিশ্ব শর্মা

জনতার কলম ওয়েবডেস্ক :- অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি জানিয়েছেন যে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে অসম সরকার ‘অসম ইমিগ্রেন্ট এক্সপালশন অ্যাক্ট ১৯৫০’ কার্যকরভাবে প্রয়োগ করতে যাচ্ছে। এই আইনের মাধ্যমে অসমে অবৈধভাবে বসবাসকারী বিদেশীদের শনাক্ত করে নির্বাসন বা ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজতর করা হবে।

মুখ্যমন্ত্রী শর্মা বলেন, “সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, অসম সরকার অভিবাসীদের শনাক্তকরণ ও নির্বাসনের জন্য এই আইনের আওতায় ব্যবস্থা নিতে সম্পূর্ণ স্বাধীন। এই আইনের অধীনে জেলা কমিশনারকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ক্ষমতা দেওয়া হয়েছে। যেকোন ব্যক্তিকে যে, জেলা কমিশনারের মতে বিদেশি হিসেবে বিবেচিত হবে, তাকে ১০ দিনের মধ্যে তার নাগরিকত্ব প্রমাণ করার সুযোগ দেওয়া হবে।”

নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP)-এর আওতায়, সন্দেহভাজন ব্যক্তিকে ১০ দিনের সময়সীমা দেওয়া হবে যাতে সে নিজেকে বৈধ নাগরিক হিসেবে প্রমাণ করতে পারে। ১০ দিনের শুনানির পর জেলা কমিশনার যদি সিদ্ধান্ত নেন যে ব্যক্তি বিদেশি, তবে অবিলম্বে নির্বাসনের আদেশ জারি করা হবে। অবৈধ বিদেশিরা তখনই অসম থেকে বহিষ্কৃত বা ফেরত পাঠানো হবে।

তবে, যদি যথেষ্ট প্রমাণ না পাওয়া যায়, তাহলে বিষয়টি ফরেনার ট্রাইব্যুনালে পাঠানো হবে আরও শুনানির জন্য। মুখ্যমন্ত্রী শর্মা বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী এই আইন কার্যকর করার মাধ্যমে বিদেশিদের শনাক্ত করা ও তাদের ফেরত পাঠানো আরও সহজ হবে। এই সিদ্ধান্ত অসম সরকারের জন্য এক ইতিহাস রচনামূলক সিদ্ধান্ত। এর আগে কখনো এই আইনটি এত কার্যকরভাবে প্রয়োগের উদ্যোগ নেয়া হয়নি।” এই সিদ্ধান্তের মাধ্যমে অসমে অবৈধ বিদেশি উপস্থিতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service