মহামারী করোনা ভাইরাসের ফলে রাজ্যে দেওয়া লকডাউন চলাকালীন সময়ে সাধারণ ১ রিক্সা শ্রমিকের সমাজসেবামূলক মানবিকতার প্রশংসায় পঞ্চমুখ দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরাও. তারই পরিপ্রেক্ষিতে শনিবার রাজধানী আগরতলা বিজেপি সদর কার্যালয় সেই রিকশাচালক গৌতম দাসকে বিশিষ্ট চিকিৎসক তথা বিধায়ক ডাক্তার দিলীপ দাস এবং বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাসের হাত দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়. এ দিনের কর্মসূচি থেকে বিধায়ক ডাক্তার দিলীপ দাস রিকশাচালক গৌতম দাসের প্রশংসার পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মানুষের এরূপ কর্মসূচির প্রশংসা করা কে অতি গর্বের বলে ব্যাখ্যা করেন তিনি. কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্য কর্মকর্তারা.
রাজ্য
রাজ্যের বিধায়ক ও অধ্যক্ষের হাত ধরে সংবর্ধিত হলেন সমাজসেবক সেই রিকশাচালক গৌতম দাস
- by janatar kalam
- 2020-06-06
- 0 Comments
- Less than a minute
- 5 years ago




Leave feedback about this