জনতার কলম ওয়েবডেস্ক :- সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকরি আজ পুদুচেরিতে তিনটি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দেশকে উৎসর্গ করেন। মোট প্রকল্পের ব্যয় ২,০০০ কোটি টাকার বেশি।
মন্ত্রী ৩৮ কিলোমিটার দৈর্ঘ্যের পুদুচেরি–পুন্ডিয়ানকুপ্পম সেকশন (NH-32) উদ্বোধন করেন, যা ১,৫৮৮ কোটি টাকায় নির্মিত হয়েছে এবং এটি চার লেনের। এছাড়াও, তিনি NH-32 তে ইন্দিরা গান্ধী স্কয়ার থেকে রাজীব গান্ধী স্কয়ারের মধ্যে ৩.৮৮ কিলোমিটার উঁচু করিডোর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যার প্রকল্প ব্যয় ৪৩৬ কোটি টাকা।
এর পাশাপাশি, পূর্ব উপকূল সড়ক (NH-332A)-এর ১৩.৬৩ কিলোমিটার অংশের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়, যার জন্য বিনিয়োগ হয়েছে ২৫ কোটি টাকা।
এই অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের মন্ত্রী ড. এল. মুরুগন, পুদুচেরি লেফটেন্যান্ট গভর্নর কে. কৈলাসনাথন, মুখ্যমন্ত্রী এন. রঙ্গাসমি, স্পিকার আর. সেলভম, অন্যান্য মন্ত্রী, সংসদ সদস্য, বিধানসভা সদস্য এবং উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Leave feedback about this