জনতার কলম ওয়েবডেস্ক :- সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকরি আজ পুদুচেরিতে তিনটি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দেশকে উৎসর্গ করেন। মোট প্রকল্পের ব্যয় ২,০০০ কোটি টাকার বেশি।
মন্ত্রী ৩৮ কিলোমিটার দৈর্ঘ্যের পুদুচেরি–পুন্ডিয়ানকুপ্পম সেকশন (NH-32) উদ্বোধন করেন, যা ১,৫৮৮ কোটি টাকায় নির্মিত হয়েছে এবং এটি চার লেনের। এছাড়াও, তিনি NH-32 তে ইন্দিরা গান্ধী স্কয়ার থেকে রাজীব গান্ধী স্কয়ারের মধ্যে ৩.৮৮ কিলোমিটার উঁচু করিডোর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যার প্রকল্প ব্যয় ৪৩৬ কোটি টাকা।
এর পাশাপাশি, পূর্ব উপকূল সড়ক (NH-332A)-এর ১৩.৬৩ কিলোমিটার অংশের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়, যার জন্য বিনিয়োগ হয়েছে ২৫ কোটি টাকা।
এই অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের মন্ত্রী ড. এল. মুরুগন, পুদুচেরি লেফটেন্যান্ট গভর্নর কে. কৈলাসনাথন, মুখ্যমন্ত্রী এন. রঙ্গাসমি, স্পিকার আর. সেলভম, অন্যান্য মন্ত্রী, সংসদ সদস্য, বিধানসভা সদস্য এবং উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।