2025-12-06
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

তপশিলি জাতির উন্নয়নে জোর — স্বচ্ছতার পথে এসসি কর্পোরেশনকে ঢেলে সাজাচ্ছে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- রাজ্যের সামগ্রিক উন্নয়ন যাত্রায় সমাজের প্রতিটি অংশকে সঙ্গে নিয়ে এগোতেই বদ্ধপরিকর রাজ্য সরকার। বিশেষত তপশিলি জাতি সম্প্রদায়ের স্বনির্ভরতা ও সামাজিক-অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে এসসি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

শুক্রবার সচিবালয়ের ১ নং কনফারেন্স হলে কর্পোরেশনের এক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, অতীতে এই কর্পোরেশনগুলিকে যথাযথভাবে কাজে লাগানো হয়নি। বর্তমান সরকার স্বচ্ছতা ও সুশাসনের ভিত্তিতে কর্পোরেশনগুলিকে পুনর্গঠন ও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। তিনি আরও জানান, সঠিক পরিকল্পনা, আধুনিক ব্যবস্থাপনা এবং মানবিক মনোভাবের সমন্বয় ঘটিয়ে তপশিলি জাতি সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কর্পোরেশনকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।

বৈঠকের শুরুতে কর্পোরেশনের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন এসসি কর্পোরেশনের এমডি জয়ন্ত দে। তিনি জানান, দীর্ঘদিন ধরেই কর্পোরেশনে কোনো বোর্ড অফ ডাইরেক্টরস না থাকায় প্রশাসনিকভাবে এক ধরনের স্থবিরতা সৃষ্টি হয়েছিল। বর্তমান সরকার ইতিমধ্যে ৮ জন সদস্য এবং ৩ জন অফিসিয়াল মেম্বার নিয়ে একটি নতুন বোর্ড গঠন করেছে। পাশাপাশি তিনি কর্পোরেশনের অতীত ও বর্তমান অবস্থা, আয়ের উৎস এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনার সার্বিক চিত্র মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন এসসি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান পিনাকী দাস চৌধুরী, মুখ্যমন্ত্রীর সচিব ড. পি. কে. চক্রবর্তী, অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব দিপা ডি. নায়ার। কর্পোরেশনের বিভিন্ন কর্মসূচি ও অগ্রগতি নিয়ে সকলেই আলোচনা করেন।

রাজ্য সরকারের উদ্যোগে এসসি কর্পোরেশনের পুনর্গঠনের এই পদক্ষেপ তপশিলি জাতি সম্প্রদায়ের উন্নয়নকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service